আমাদের সম্পর্কে
দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন
বর্ষ পরিক্রমায় "দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন" ইতোমধ্যে তার বিভিন্ন কর্মসূচীর সফল বাস্তবায়ন করে ৩১তম বর্ষে পদার্পণ করেছে। শিক্ষা বিস্তার ও বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলাসহ সকল ক্ষেত্রে আগামী প্রজন্মের যোগ্যতা বিকাশে ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফাউন্ডেশনের গঠনমূলক ভূমিকা ইতোমধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্খী মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় ফাউন্ডেশন সাফল্যের সাথে বিভিন্ন কর্মসূচী পররিচালনা করে আসছে। ১৯৯৪ সালে শুধুমাত্র ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পর্যায়ক্রমে ছাত্র, অভিভাবক ও শিক্ষক মহলের পরামর্শের ভিত্তিতে ফাউন্ডেশন বর্তমানে ৩য় শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। প্রতিবছর সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষকদের সদয় উপস্থিতি এবং দেশবরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, অভিনেতা, ক্রীড়াব্যক্তিত্ব ও সমাজসেবীদের উদ্দীপনামূলক বক্তব্য তরুণ প্রজন্মকে জাতি গঠনে সচেতন করে গড়ে তুলতে সহায়তা করে আসছে। ফাউন্ডেশ-ে নর বৃত্তি প্রকল্পের পাশাপাশি স্বাস্থ্য, ক্রীড়া, কর্মসংস্থান, সাহিত্য-সংস্কৃতি, তথ্য-প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়নের উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক প্রকল্প গ্রহণ করেছে। নিম্নে এসবের সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরা হলোঃ
সাহিত্য-সংস্কৃতি প্রকল্প:
সাহিত্য হলো মানব জীবনের দর্পন এবং সংস্কৃতি হাড় চলার পথ। এ দুটো বিষয় মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যথোপযুক্ত ও আন্তরিক পরিচর্যার মাধ্যমে আমাদের সম্ভাবনাময় শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করলে তারাও হতে পারে উঁচুমানের সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ফাউন্ডেশন তাই বিতর্ক, বক্তৃতা, আবৃত্তি, সাধারণ জ্ঞানের আসর, গান ও অভিনয় ইত্যাদিতে আগ্রহী ছাত্র-ছাত্রীদের খ্যাতনামা শিল্পীদের তত্ত্বাবধায়নে প্রশিক্ষণ দানের ব্যবস্থা করে আসছে।
স্বাস্থ্য প্রকল্প:
ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ফাউন্ডেশন বিভিন্ন দিবস পালনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্লাড ডোনেশন, ব্লাড গ্রুপিং, ডেন্টাল চেক-আপ, চক্ষু শিবির প্রভৃতি কার্যক্রম পালন করে থাকে। প্রতিষ্ঠাকাল থেকে ফাউন্ডেশনের মেডিকেল টিমের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে স্বাস্থ্য প্রকল্পের অধীনে বহু ছাত্র-ছাত্রী এবং শিক্ষকের ব্লাড গ্রুপিং করা হয়েছে।
কর্মসংস্থান প্রকল্প:
ফাউন্ডেশন আর্থিক সমস্যাগ্রস্থ ছাত্রদের লেখাপড়া কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার সুবিধার্থে ফুলটাইম ও পার্টটাইম জবের ব্যবস্থা করে থাকে।
তথ্য-প্রযুক্তি প্রকল্প:
সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে মানুষের জীবন ধারা। সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন চাহিদা। মানুষের এসব চাহিদা পূরণ করতে এগিয়ে আসছে বিভিন্ন মাধ্যম, ব্যক্তি বা প্রতিষ্ঠান "দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন" তাই বসে নেই। ১৯৯৯ সাল থেকে এই ফাউন্ডেশন নতুন ভাবে শুরু করেছে তথ্য-প্রযুক্তি প্রকল্প। দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে দরিদ্র ও মেধাবী ছাত্রদের স্বল্প খরচে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক বিশ্ব উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য ফাউন্ডেশন ইতিমধ্যে চালু করেছে বড় ও দীর্ঘ মেয়াদী কোর্স।
মানব সম্পদ উন্নয়ন প্রকল্প:
মানব সম্পদ আমাদের দেশের জন্য এক বিরাট সম্পদ, একথা অনস্বীকার্য। যথাযথ সময়োপযোগী প্রশিক্ষণের অভাবে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না, এ অনিবার্য বাস্তবতাকে সামনে রেখে ফাউন্ডেশন ছাত্র-ছাত্রীদের স্বীয় মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ কাজে লাগানোর মাধ্যমে সমাজ উপযোগী করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
